ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

যুক্তরাজ্য থেকে ছয় কূটনীতিক সরিয়ে নিয়েছে চীন সরকার

২০২২ ডিসেম্বর ১৫ ০৯:৫৫:৩২
যুক্তরাজ্য থেকে ছয় কূটনীতিক সরিয়ে নিয়েছে চীন সরকার

যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ১৬ অক্টোবর ম্যানচেস্টারে অবস্থিত চীনা কনস্যুলেটের ভেতরে বব চেন নামে হংকংয়ের স্বাধীনতাপন্থি এক বিক্ষোভকারীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে ব্রিটিশ পুলিশ ও অন্য বিক্ষোভকারীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বব চেন তার মুখ ও পিঠে আঘাত পেয়েছিলেন।

হামলার শিকার বব চেন জানান, অক্টোবরে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের সময় মাস্ক পরা কয়েকজন ব্যক্তি কনস্যুলেট ভবন থেকে বেরিয়ে এসে তাকে ভেতরে টেনে নিয়ে যায়। পরে সেখানে তাকে মারধর করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেন ও চীনের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চেন অবৈধভাবে কনস্যুলেটে প্রবেশ করেছিলেন এবং কনস্যুলেট প্রাঙ্গণে নিরাপত্তা বজায় রাখার অধিকার কর্মীদের রয়েছে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি বলেন, বব চেনের ওপর হামলার বিষয়ে ওই ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুলিশ। ওই ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে তাদের কূটনৈতিক ইমুনিউটি প্রত্যাহার করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বেইজিংকে অনুরোধ করে।

জবাবে চীনা দূতাবাস জানায়, ম্যানচেস্টার কনসাল জেনারেলকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর বাকিরা যুক্তরাজ্য ত্যাগ করেছে বা শিগগিরই করবেন বলে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তবে চীনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন চেন।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর