ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্রে বাজারে শীর্ষে বাংলাদেশ, পোশাকে রেকর্ড ২৬% প্রবৃদ্ধি

২০২৫ মে ০৯ ১৬:১৭:৫৮
যুক্তরাষ্ট্রে বাজারে শীর্ষে বাংলাদেশ, পোশাকে রেকর্ড ২৬% প্রবৃদ্ধি

সত্য নিউজ: চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ২৬ দশমিক ৬৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা শীর্ষ ১০ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। মার্কিন বাণিজ্য দপ্তরের অধীনস্থ অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস (অটেক্সা) প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

এই তিন মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মোট ২২০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার ৮৪ কোটি টাকার সমান। একই সময়ের তুলনায় গত বছর রপ্তানি ছিল প্রায় ১৭৪ কোটি ডলার। গড়ে প্রতি মাসে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৭৪ কোটি ডলারে, যেখানে ২০২৪ সালে এই গড় ছিল ৬১ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রে রপ্তানিতে চীনকে টপকে শীর্ষে ভিয়েতনাম

বহুদিন পর যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে চীনকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে ভিয়েতনাম। বছরের প্রথম প্রান্তিকে দেশটি ৩৮৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা ২০২৪ সালের তুলনায় ১৪ শতাংশ বেশি। চীনের রপ্তানি দাঁড়িয়েছে ৩৬০ কোটি ডলারে, প্রবৃদ্ধি মাত্র ৪ দশমিক ১৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাজারে চীনের রপ্তানি ধীরগতির পেছনে বাণিজ্য দ্বন্দ্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলতি বছর ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি ঘাটতি কমাতে ৫৭টি দেশের ওপর ন্যূনতম ১০ শতাংশ 'পাল্টা শুল্ক' আরোপের ঘোষণা দেন। যদিও পরে কিছুটা পিছু হটে তিন মাসের জন্য স্থগিত করেন, তবে বেশ কয়েকটি দেশে শুল্ক কার্যকর হয়। এরই ধারাবাহিকতায় চীনা পোশাকে মার্কিন শুল্ক বেড়ে দাঁড়ায় ১৪৫ শতাংশ, আর বেইজিংয়ের পাল্টা শুল্ক ১২৫ শতাংশে উন্নীত হয়।

বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা

বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে রয়েছে। অটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে মোট ৭৩৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল। নতুন বছর শুরুতেই এ বাজারে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এককভাবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, যেখানে মোট রপ্তানির প্রায় ১৭ শতাংশ পণ্য যায়, যার ৮৭ শতাংশই তৈরি পোশাক।

অন্যান্য দেশের পারফরম্যান্স

২০২৫ সালের প্রথম প্রান্তিকে ভারতের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১৫১ কোটি ডলার, প্রবৃদ্ধি ২৪ শতাংশ। ইন্দোনেশিয়া ১২৩ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, প্রবৃদ্ধি ২০ শতাংশ। কম্বোডিয়া (৯৩ কোটি ডলার, ১৪.৬৯% প্রবৃদ্ধি), পাকিস্তান (৫৫ কোটি ডলার, ১৭.৫% প্রবৃদ্ধি), মেক্সিকো (৬৪ কোটি ডলার, ২% প্রবৃদ্ধি), এবং দক্ষিণ কোরিয়া (৪ কোটি ডলার, ২% প্রবৃদ্ধি) রপ্তানির দিক থেকে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। হন্ডুরাসের রপ্তানি কমেছে ১০ শতাংশ।

বিশ্লেষণ ও প্রেক্ষাপট

বিশ্ববাজারে ভৌগোলিক ও কূটনৈতিক পুনর্গঠনের প্রেক্ষাপটে বাংলাদেশ তার প্রতিযোগিতামূলক মূল্য, উৎপাদন সক্ষমতা এবং শ্রমশক্তির কারণে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমানভাবে বাজার দখল করছে। তবে বর্ধিত শুল্কনীতি, আন্তর্জাতিক রাজনৈতিক টানাপড়েন এবং অভ্যন্তরীণ অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই প্রবৃদ্ধি ধরে রাখা দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের পছন্দের শীর্ষ নিউজ

Unknown Category

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত