ঢাকা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

তীব্র গরমে উচ্চ আদালতে গাউন পরতে হবে না আইনজীবীদের

২০২৪ এপ্রিল ২০ ১৯:১২:০৫
তীব্র গরমে উচ্চ আদালতে গাউন পরতে হবে না আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক : দেশে তীব্র গরমের কারণে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

আজ শনিবার (২০ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশিব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

মাসুদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে