ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বিক্ষোভ দমনে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২০২২ ডিসেম্বর ১৪ ১৭:১৬:৪৬
বিক্ষোভ দমনে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, একটি বিপ্লবী আদালতে ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার’ দোষে দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে একজনকে ফাঁসি দেওয়া হয়।

ওই বিক্ষোভকারীর নাম মোহসেন শেখারি। তিনি একজন ‘দাঙ্গাকারী’ হিসাবে অভিযুক্ত। তিনি ২৫ সেপ্টেম্বর তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করেছিলেন এবং আধাসামরিক বাসিজ বাহিনীর একজন সদস্যকে ছুরিকাঘাত করেছিলেন।

দেশটির একজন বিক্ষোভকারী বলেছেন, ‘যথাযথ কোনো প্রক্রিয়া ছাড়াই লোকদেখানো বিচারের পর’ মোহসেন শেখারিকে দোষী সাব্যস্ত করা হয়।

এ বিষয়ে দেশটির বিচার বিভাগের মিজান বার্তা সংস্থা জানায়, মোহসেন রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, কিন্তু ২০ নভেম্বর সুপ্রিমকোর্ট আগের রায়ই বহাল রাখেন।

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া বিক্ষোভের ঘটনায় ইরানের বিচার বিভাগ এ পর্যন্ত ১১ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর