ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় নিহত ৫৩ হাজার ফিলিস্তিনি কারন শুধু একটি সম্পর্ক

২০২৫ মে ২১ ২:১৪:০৮
গাজায় নিহত ৫৩ হাজার ফিলিস্তিনি কারন শুধু একটি সম্পর্ক

সত্য নিউজ:

সৌদি আরব ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন ঠেকাতে শেষ মুহূর্তে চালানো হামাসের বিস্ফোরক হামলার জেরে গাজায় শুরু হয় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত। ইসরায়েলের টানা বোমাবর্ষণ ও সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৩ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন এক লাখের বেশি। ধ্বংস হয়ে গেছে হাজারো ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান—এক কথায়, মানবিক বিপর্যয়ের মুখে গোটা গাজা উপত্যকা।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, সৌদি-ইসরায়েল সম্পর্কের অগ্রগতি দেখে গভীর উদ্বেগে পড়েছিলেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা রুখতেই তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে নজিরবিহীন হামলার সিদ্ধান্ত নেন। এর পেছনে প্রধান উদ্দেশ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে আনা এবং সৌদি-ইসরায়েল চুক্তি আটকে দেওয়া।

প্রকাশিত এক গোপন নথিতে সিনওয়ার বলেন, “কোনো সন্দেহ নেই সৌদি-ইহুদিবাদীদের কূটনৈতিক সম্পর্ক দ্রুত এগোচ্ছে। এটি হলে আরব দুনিয়ায় সৌদি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।”

এরপর থেকেই ইসরায়েলের ভয়াবহ প্রতিশোধ শুরু হয়। সংঘাত এখন পর্যন্ত ৫০০ দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো থামেনি গাজায় বোমাবর্ষণ। বিশ্লেষকদের মতে, হামাসের কৌশল কিছুটা সফলও হয়েছে। সৌদি আরব এখনো ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে যায়নি। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি বলেছেন, “গাজায় যুদ্ধ বন্ধ না হলে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট রূপরেখা না এলে কোনো চুক্তি নয়।”

তবে এই কূটনৈতিক কৌশলের ভয়াবহ মূল্য দিয়েছে গাজার সাধারণ মানুষ। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে, শুধু প্রাণহানিই নয়, এক নজিরবিহীন মানবিক সংকটে পড়েছে অঞ্চলটি। খাদ্য, ওষুধ ও বিদ্যুৎ সংকট চরমে পৌঁছেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ফিলিস্তিন

পাঠকের পছন্দের শীর্ষ নিউজ

Unknown Category

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত