ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

নয়াপল্টনের সহিংসতার তদন্ত চেয়েছে হোয়াইট হাউস

২০২২ ডিসেম্বর ১০ ১০:৪৬:০০
নয়াপল্টনের সহিংসতার তদন্ত চেয়েছে হোয়াইট হাউস

রয়টার্সের খবরে বলা হয়, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি শুক্রবার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং ‘খুব ঘনিষ্ঠভাবে’ পর্যবেক্ষণ করছে। তিনি ঢাকায় রাজনৈতিক সমাবেশের আগে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন, যে কোনো ধরনের ভীতি, হয়রানি বা সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ প্রতিবাদের বাংলাদেশের নাগরিকদের অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র তার আহ্বান পুনর্ব্যক্ত করছে।

জন কিরবি বলেন, আমরা বাংলাদেশের দলগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। কোনো দল বা প্রার্থী একে অন্যের প্রতি হুমকি প্রদর্শন বা সহিংসতায় জড়াবে না—এমন পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতিও আহ্বান জানাই।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর