ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

২০২২ নভেম্বর ২১ ১৪:২০:০৯
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

নতুন দাম অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ১৭ পয়সার বদলে ৬ টাকা ২০ পয়সায় নির্ধারণ করেছে।

তবে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না। প্রস্তাবিত দাম বিবেচনায় নিয়ে বিতরণ কোম্পানিগুলো কমিশনের কাছে দাম বাড়ানোর প্রস্তাব দেবে।

আজ সোমবার ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে পাইকারি এই বিদ্যুতের দাম বাড়ানোর এই আদেশ দিয়েছে কমিশন।

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুক, সদস্য মকবুল ই ইলাহী, সদস্য বজলুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ অক্টোবর বিদ্যুতের পাইকারি দাম না বাড়ানোর ঘোষণা দিলেও আজ সোমবার সেই দামই বাড়ানোর ঘোষণা দিলো কমিশন।

সর্বশেষ ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারি আরেক দফা বাড়ানো হয় বিদ্যুতের দাম। পাইকারি, খুচরা ও সঞ্চালন- এই তিন পর্যায়ে তখন বিদ্যুতের দাম বাড়ানো হয়।

সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৫.৩০ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়। যা আগে ছিল প্রতি ইউনিট ৬.৭৭ পয়সা।

পাইকারিতে বিদ্যুতের দাম প্রতি ইউনিট গড়ে ৮.৪০ শতাংশ বাড়িয়ে ৫ টাকা ১৭ পয়সা করা হয়। যা আগে ছিল প্রতি ইউনিট ৪.৭৭ পয়সা।

এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ প্রতি ইউনিটে ০.২৭৮৭ টাকা থেকে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ০.২৯৩৪ টাকা করা হয়ে। ওই বছরের ১ মার্চ থেকে কার্যকর করে বিইআরসি।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর