ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সামনের দিনগুলোর পরিকল্পনা জানালেন পরীমনি

২০২৩ জুন ১৬ ০৯:৪০:৫২
সামনের দিনগুলোর পরিকল্পনা জানালেন পরীমনি

কিছুক্ষণ পর নিজেই বললেন, আমার কাজ বলতে তো বেসিক্যালি সিনেমাকেই বোঝায়। সেপ্টেম্বরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, শিডিউল দিয়েই ফেলেছি একদম, ‘প্রীতিলতা’ সিনেমার জন্য। ওটা শেষ করে আমি হয়তো নতুন কাজের কথা ডিক্লিয়ার করতে পারব।

এদিকে আসন্ন ঈদ হবে পরীপুত্র রাজ্যের প্রথম কোরবানির ঈদ। ছেলেকে ঘিরে এবারের ঈদের পরিকল্পনার বিষয়ে খুব একটা মুখ খুললেন না পরী। বললেন, বাবুর তো এবার প্রথম কোরবানির ঈদ। এটা একটু অন্যরকমভাবে করার প্ল্যান আছে। পরিকল্পনা এখনই বলতে চাচ্ছি না। তবে ঢাকায় করব না এটা নিশ্চিত। শুধু জানি বাবুর জন্য এটা স্পেশাল হবে।

তবে যত যা-ই হোক এগিয়ে যাবেন পরীমণি। সেই ইঙ্গিত পাওয়া গেল চিত্রনায়িকার কথায়। বললেন, এই মুহূর্তে মানসিকভাবে ভালো থাকাটা আমার জন্য জরুরি। বাচ্চার সবকিছুই তো ডিপেন্ড করে আমার ওপর। ওকে ভালো রাখতে হবে এটিই হচ্ছে বড় কথা।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর