ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদকের টাকা না পেয়ে স্ত্রীর গায়ে আগুন, রিজিয়ার মৃত্যু

২০২৫ মে ১২ ১৫:৫৮:২
মাদকের টাকা না পেয়ে স্ত্রীর গায়ে আগুন, রিজিয়ার মৃত্যু

সত্য নিউজ: রাজধানীর তুরাগে ভয়াবহ পারিবারিক সহিংসতায় দগ্ধ হয়ে রিজিয়া বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন। পুলিশ জানিয়েছে, তাঁর স্বামী মো. আবু সাইদ স্ত্রী রিজিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রিজিয়ার শরীরের প্রায় ৭০ শতাংশ অংশ দগ্ধ ছিল—যা তাঁর পক্ষে বেঁচে থাকার সম্ভাবনাকে একেবারেই ক্ষীণ করে তোলে। তিনি বলেন, “দগ্ধ অবস্থায় ভর্তি হওয়ার পর থেকেই রোগী সংকটাপন্ন ছিলেন।”

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ মে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তুরাগ থানার অন্তর্গত বউবাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

নিহতের প্রতিবেশী রাশিদুল ইসলাম জানান, রিজিয়া ও তাঁর স্বামী আবু সাইদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার রাতে সাইদ মাদক কেনার জন্য স্ত্রীর কাছে টাকা চান। কিছু টাকা পাওয়ার পর আরও টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে সাইদ রিজিয়াকে বেধড়ক মারধরের পর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

রিজিয়ার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার পেলাখালী বড়গ্রামে। তুরাগের দিয়াবাড়ী গোলচত্বর এলাকায় স্বামী-সন্তানসহ একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। জীবিকার তাগিদে রিজিয়া ফুটপাতে ফুল বিক্রির পাশাপাশি ভাঙারির কাজ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত আবু সাইদ পলাতক রয়েছেন। তুরাগ থানা–পুলিশ জানিয়েছে, তাঁকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনা আবারও স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে নারীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ভয়াবহতা এবং মাদকাসক্তি কীভাবে একটি পরিবারের সর্বনাশ ডেকে আনতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজকেও এ ধরনের সহিংসতা রোধে সক্রিয় ভূমিকা নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের পছন্দের শীর্ষ নিউজ

Unknown Category

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত