ঢাকা, শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শেয়ার কারসাজির অভিযোগে ৬ জনকে ২৬ কোটি টাকা জরিমানা

২০২২ নভেম্বর ১১ ০৮:৩৪:১৯
শেয়ার কারসাজির অভিযোগে ৬ জনকে ২৬ কোটি টাকা জরিমানা

অনুসন্ধানী প্রতিবেদন:শেয়ার কারসাজি এবং অবৈধ প্লেসমেন্ট বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে ২৬ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরমধ্যে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হামদুল ইসলামকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, হামদুল ইসলামের সঙ্গে জড়িত থেকে কারসাজিতে সহায়সতা করার অভিযোগে তার ৫ স্বজনকে ১৬ কোটি টাকা জারিমানা করা হয়েছে।

হামদুল ইসলামকে শেয়ার কারসাজিতে সহায়তাকারী স্বজনদের মধ্যে রয়েছেন- স্ত্রী শাহিদা আরাবি, ভাই সাইফুল ইসলাম, বোন হোসনে আরা বেগম, শ্বশুর মো. আব্দুস সুলতান ও বোন জামাই কাজী এমদাদুল হক।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে