ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের ধার বেড়েছে

২০২২ নভেম্বর ১৬ ০৬:৪৫:০৮
কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের ধার বেড়েছে

চলতি মাসের ১৫ দিনে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রেপো, বিশেষ রেপো এবং তারল্য সহায়তার মাধ্যমে প্রায় ১৫ হাজার কোটি টাকা ধার নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক থেকে তিন দিন মেয়াদে এসব ধার নিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ ব্যাংক জানায়, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়মিত রেপো ও তারল্য সহায়তা (লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটি) নিয়ে থাকে। তবে সম্প্রতি কোনো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তুলনামূলকভাবে বেশি টাকা চাচ্ছে।

বেশি টাকার নেওয়ার অন্যতম কারণ কলমানি রেট বেড়েছে। এ ছাড়া বাজারে ব্যাংকগুলো সব সময় ধার দিতে চাচ্ছে না। আবার কোনো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকার টানাটানিও আছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি নভেম্বরে এ পর্যন্ত সাতটি রেপো, বিশেষ রেপো ও তারল্য সহায়তার নিলাম অনুষ্ঠিত হয়েছে। এসব নিলামে ১৪ হাজার ৭৪২ কোটি ৬৩ লাখ টাকা নিয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

তথ্য বলছে, একই ব্যাংক একাধিকবারও রেপোর মাধ্যমে ধার নিয়েছে। যদিও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এর প্রায় দ্বিগুণ টাকা ধার চেয়েছে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, রেপো হচ্ছে রিপারচেজ অ্যাগ্রিমেন্ট বা পুনঃক্রয় চুক্তি। এ চুক্তির মাধ্যমে ফের কেনার শর্তে ট্রেজারি বিল বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে টাকা নেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

বর্তমানে রেপো ও তারল্য সহায়তার সুদহার ৫.৭৫ শতাংশ। আর সর্বশেষ ৯ নভেম্বর কলমানি সুদহার ছিল ৫.৭৮ শতাংশ, যা পরে আরও কিছুটা বেড়েছে।

এ ছাড়া বিশেষ রেপোর সুদহার ৮.৭৫ শতাংশ। এদিকে কলমানিতেও (এক ব্যাংক থেকে স্বল্পসময়ের জন্য অন্য ব্যাংকের ধার) ব্যাংকগুলোর ধার নেওয়া বেড়েছে।

সম্প্রতি আমানত প্রবাহ কমেছে। আবার অনেকে ব্যাংকে জমানো টাকা তুলে নিচ্ছেন। এ অবস্থায় কোনো কোনো ব্যাংক তারল্য সংকটে পড়েছে।

যদিও বাংলাদেশ ব্যাংক সংবাদ সম্মেলন করে জানিয়েছে, দেশের ব্যাংক খাতে বর্তমানে প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার উদ্বৃত্ত তারল্য রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন পদস্থ কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর ধার নেওয়া বেড়েছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর