ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

নোরা ফাতেহির অনুষ্ঠান আয়োজনে এনবিআরের নিষেধাজ্ঞা

২০২২ নভেম্বর ১৬ ০৬:৩৬:১৭
নোরা ফাতেহির অনুষ্ঠান আয়োজনে এনবিআরের নিষেধাজ্ঞা

মঙ্গলবার এনবিআরের ভ্যাট বিভাগ থেকে ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে এ নির্দেশনা পাঠানো হয়।

এর আগে রোববার (১৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নোরা ফাতেহির পারিশ্রমিকের আয়কর নিশ্চিত করতে আয়োজকদের সংশ্লিষ্ট সব বিভাগকে চিঠি দিয়েছে।

মঙ্গলবার পাঠানো ভ্যাট বিভাগের চিঠিতে বলা হয়েছে, অনুষ্ঠানের জন্য নোরা ফাতেহির অনুমতি নেওয়া হয়নি। বাংলাদেশে বিদেশী শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আয়ের উৎসে আয়কর দিতে হয়।

এই চুক্তিতে উল্লিখিত পারিশ্রমিক, যাতায়াত, বাসস্থান এবং খাবার সহ সমস্ত খরচের উপর প্রদত্ত এবং প্রদেয় পরিমাণের ৩0 শতাংশ হারে আয়কর প্রদান করতে হবে।

এ ছাড়া টিকিট বিক্রির ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়।

কিন্তু আয়োজক সংস্থা উইমেন লিডারশিপ কর্পোরেশন তার অনুমোদন নেয়নি। ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটকে দেওয়া এনবিআরের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, আয়োজকরা যাতে ভ্যাট আইন লঙ্ঘন করে এমন বাণিজ্যিক অনুষ্ঠান না করেন সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৮ নভেম্বর উইমেন লিডারশিপ কর্পোরেশনের ব্যবস্থাপনায় 'গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০৩৩ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ' শীর্ষক একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে নোরা ফাতেহিকে বাংলাদেশে আনার অনুমতি দিয়েছে। এখন নোরা ফাতেহির স্টেজ শো করার খবর পেয়েছেন ভ্যাট গোয়েন্দারা।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর