ঢাকা, সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

৫ বছরের মধ্যে ক্যাশলেস সোসাইটি করতে চায় কেন্দ্রীয় ব্যাংক

২০২২ নভেম্বর ১৫ ১৬:৪২:০৮
৫ বছরের মধ্যে ক্যাশলেস সোসাইটি করতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'বাংলাদেশে ক্ষুদ্রঋণ (বার্ষিক পরিসংখ্যান)' শীর্ষক প্রকাশনা বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ এবং সভাপতিত্ব করেন মাইক্রো রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক লক্ষ্মণ চন্দ্র দেবনাথ। কর্মশালার বিষয়বস্তুর উপর বিস্তারিত উপস্থাপনা করেন অথরিটির পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এনজিওগুলোকে প্রফিট মোটিভ থেকে বের হয়ে আসতে হবে। এসব প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতিদিন ৯০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়। করোনার মধ্যেও মাইক্রো ক্রেডিটকে সামনে রেখে প্রচুর অর্থের যোগান দেওয়া হয়েছে।

আবদুর রউফ বলেন, এমআরএর অ্যানুয়াল স্টাটিস্টিকসে যেসব বিষয় উঠে এসেছে তা খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর সময়ই জামানতবিহীন ঋণ চালু হয়। এরপর ১৯৯৬ সালে এটি বিকশিত লাভ করে। ক্ষুদ্র ঋণের বিষয়ে সবধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।

এ সময় চারটি ই-সেবা উদ্বোধন করেন গভর্নর। এগুলো হলো: ই-ক্লিপিং, এমআরএর লাইব্রেরি অটোমেশন, ই-আর্কাইভিং এবং এমআরএ ইনফো এপ্লিকেশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফর্মেশন বিভাগের অধ্যাপক মাসুদুর রহমান বলেন, এখাতে ফান্ডের ঘাটতি থাকার কথা নয়। এখানে প্রচুর জনবলও রয়েছে। তবে খাতটিতে অনেক অব্যবস্থাপনা রয়েছে। প্রান্তিক এলাকায় ঋণের পরিমাণ বাড়াতে হবে। কোন ব্যাংক এখাতে অর্থ সরবরাহ করছে তা দেখতে হবে। একই সঙ্গে প্রভিশন রাখা হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খান বলেন, গ্রামীণ ব্যাংকের আমানত ২৩ হাজার কোটি টাকার বেশি। প্রতিদিন ১০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়। এই ব্যাংকের সদস্যদের ছেলে-মেয়েরা চাকরি না পেলে ব্যবসা করার ব্যবস্থা করে দিয়ে থাকি আমরা। এছাড়া এখন পর্যন্ত ২৩ হাজার ভিক্ষুককে অর্থসহয়তা দিয়ে ভিক্ষা করা থেকে ফিরিয়েছি। এরা মারা গেলে ঋণ মওকুফ হয়ে যায়।

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর