ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ধানের বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

২০২৩ জানুয়ারি ০৫ ০৯:৩৮:১১
ধানের বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

গত বছর ইউরিয়া সারের মূল্য ৮০০ টাকা থাকলেও চলতি বছরে বেড়ে এর মূল্য দাঁড়িয়েছে ১১০০ টাকা। এ ছাড়া বীজ এবং কীটনাশকের মূল্য দিন দিন বাড়ার কারণে কৃষকরা ধান চাষ করে লাভের মুখ দেখছেন না। এক মণ ধান বিক্রি করতে হচ্ছে ৯০০ টাকায়। সেখানেও রয়েছে পাইকারদের কারসাজি।

এ ছাড়া ফসলের ওপর নির্ভর করে সারা বছর তাদের সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হয়। ফসল উৎপাদনের পেছনে কৃষি উপকরণ ও শ্রমিক মজুরিসহ তাদের আয়ের চেয়ে ব্যয়ভার বেশি হওয়ায় কৃষকদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। সারাদিন ক্ষেতে হাড়ভাঙা খাটুনির পরও তাদের ভাগ্যে জোটে না একবেলা ভালো খাবার। তাই এ পেশায় টিকে থাকতে সব কৃষি উপকরণের দাম কমানোর দাবি ওই প্রান্তিক চাষিদের।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। মাঠ পর্যায়ে ধানের দাম ঠিক রাখতে কার্যকরী পদক্ষেপও নেয়া হয়েছে।

এবছর পটুয়াখালি জেলায় প্রায় এক লাখ ৮৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ছয় লাখ ২৪ হাজার ৮৫৩ মেট্রিকটন।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর