ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

রাতে ব্যালট ভরার সুযোগ থাকবে না, প্রত্যাশা জাপান রাষ্ট্রদূতের

২০২২ নভেম্বর ১৪ ১৫:৩৮:০৮
রাতে ব্যালট ভরার সুযোগ থাকবে না, প্রত্যাশা জাপান রাষ্ট্রদূতের

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস) এই অনুষ্ঠানের আয়োজন করে।

জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আশা করি।’ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অংশগ্রহণ জরুরি।

জাপানকে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে ইতো নাওকি বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এর জন্য আরও অনেক অবকাঠামো তৈরি করতে হবে। উন্নয়নের এই যাত্রায় বাংলাদেশের পাশে থাকবে জাপান-জাইকা।’

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর