ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

আফজাল হোসেনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে

২০২২ নভেম্বর ১৩ ২১:৫১:৪৩
আফজাল হোসেনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে

আফজাল হোসেনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন অভিনেতা। তিনি আরও বলেন, দেড় মাস আগে আইডি হ্যাক হলেও তা এখনো উদ্ধার করা যায়নি।

এ বিষয়ে আফজাল বলেন, 'আমি নিয়মিত ফেসবুকে সক্রিয় ছিলাম। কিন্তু প্রায় দেড় মাস হয়ে গেছে এবং আমি নিজে কিছু পোস্ট করতে পারছি না। তখন বুঝলাম আইডি আসলে আমার নিয়ন্ত্রণে নেই। অনেক চেষ্টা করেও পরিচয়পত্র ফেরত পাইনি।

এছাড়া পরিচয়পত্র ফেরত দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান এই অভিনেতা। আইডি সম্পর্কে সবাইকে সতর্ক করে অভিনেতা বলেছিলেন যে আপাতত তার ফেসবুক আইডিতে যোগাযোগ করা উচিত নয়। কারণ হ্যাকাররা নিশ্চয়ই এটা খারাপ উদ্দেশ্য নিয়ে করেছে। আইডি ফেরত পেলে তিনি সবাইকে জানাবেন।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর